কোয়াড বৈঠকে চীনকে প্রতিহতের ইঙ্গিত

ক্ষমতায় এসেই কোয়াডের (কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ) সঙ্গে সুর মিলিয়ে চীনকে কড়া বার্তা দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সরাসরি চীনের নাম না করা হলেও ভারত, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার চতুর্দেশীয় অক্ষ বা কোয়াডের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বেইজিংকে স্পষ্ট বার্তা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তারা বলেছেন, শক্তিপ্রয়োগ করে বা জোরজবরদস্তি করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একতরফা বিঘ্ন ঘটনার চেষ্টা করা হলে সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

আলাদাভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরও জানিয়েছেন, কোয়াডের বৈঠক থেকে স্পষ্ট বার্তা দেওয়া হলো যে; বিশ্বের জন্য যেটা ভালো হবে সেই কাজই করবে কোয়াড।

ওয়াশিংটনে প্রায় ঘণ্টাখানেকের বৈঠকের পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসনের শপথগ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টার মধ্যেই কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যে বৈঠক হলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা থেকেই প্রমাণিত হচ্ছে যে বন্ধু রাষ্ট্রগুলোর ক্ষেত্রে (আমেরিকার) বৈদেশিক নীতি কতটা অগ্রাধিকার পায়। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল যাতে মুক্ত, স্থিতিশীল এবং সমৃদ্ধশালী থাকে তা নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি।