এরদোগানের সমালোচনায় পোস্ট, তুরস্কে বিরোধী দলীয় নেতা গ্রেপ্তার

তুরস্কের উগ্র-ডানপন্থি দল ভিক্টরি পার্টির নেতা উমিত ওজদাগকে কারাগারে আটকে রাখার নির্দেশ দিয়েছে আদালত। সামাজিকমাধ্যমে প্রকাশ্যে ঘৃণা ছড়ানোর অভিযোগে তার বিচার চলছে। বুধবার (২২ জানুয়ারি) বিচার স্থগিত রেখে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দেওয়ার অভিযোগে সোমবার তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘এরদোগান তুরস্কের যে পরিমাণ ক্ষতি করেছেন, কোনো ক্রুসেডেও তা হয়নি।’

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উমিত ওজদাগ বলেন, ‘আমাকে গ্রেপ্তার করার অর্থ  হচ্ছে, জনগণের একজন প্রতিনিধিকে গ্রেপ্তার করা। এসব মানুষ দেশের সাম্প্রতিক ঘটনাবলীর বিরোধিতা করছেন।’

‘ন্যূনতম মজুরি নিয়ে যেসব শ্রমিক জীবন ধারণ করছেন, অভাব-অনটন নিয়ে যেসব অবসরপ্রাপ্ত মানুষ বেঁচে আছেন, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। আপনি আমাকেও গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু আমাকে নীরব করিয়ে দিতে পারবেন না।’

ভিক্টরি পার্টির নেতার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা অজগুর ওজেল। ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অজগুরকে সমর্থন দিয়েছিলেন উমিত।

অজগুর ওজেল বলেন, এভাবে কাউকে গ্রেপ্তার করা ন্যায়বিচারকে হত্যার শামিল। এতে দেশের গণতন্ত্র ও বিচারিক স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে।

এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগলু। তিনি বলেন, এটা বিচারবিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ।