বাড়ি ফিরতে চাওয়া ১৫ লেবাননিজকে হত্যা ইসরায়েলের
গত বছরের ২৬ নভেম্বর দখলদার ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, আজ রোববার (২৬ জানুয়ারি) দখলদার সেনাদের লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে সেনাদের প্রত্যাহার করেনি। উল্টো তারা আরও দীর্ঘ সময় সেখানে অবস্থানের পরিকল্পনা করছে।
এমন পরিস্থিতিতে লেবাননের সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা তাদের বাড়িতে ফেরার চেষ্টা করেছিলেন। সেসব সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে অন্তত ১৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গুলিতে আহত হয়েছেন আরও ৮৩ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে ১৫ জন নিহত হয়েছেন তাদের মধ্যে এক সেনাও আছেন।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলি ছোড়ার তথ্য শিকার করেছে। তারা বলেছে, শত শত মানুষ তাদের সেনাদের কাছে চলে আসার পর গুলি ছোড়া হয়।
লেবাননের এক সেনা নিহত হওয়ার বিষয়টি শিকার করে দখলদার ইসরায়েল বলেছে, ঘটনাটি তদন্ত করা হবে।
গত ২৭ নভেম্বর হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয় এতে বলা হয়, হিজবুল্লাহর যোদ্ধারা লেবাননের সীমান্তবর্তী অঞ্চল থেকে সরে গিয়ে ৩০ কিলোমিটার দূরের লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে। অপর দিকে ইসরায়েল আগামী ৬০ দিনের মধ্যে তাদের সব সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাবে। তবে ইসরায়েল চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তাদের দাবি, তারা যেসব অঞ্চল ছেড়ে যাবে, সেখানে লেবাননের সেনাদের অবস্থান নেওয়ার কথা থাকলেও, তারা নেয়নি। এ কারণে আপাতত লেবানন ভূখণ্ডে অবস্থান করবে তাদের সেনারা।