খামারের গাড়িতে কাজে যাওয়ার সময় বিস্ফোরণ, নিহত ২০

খামারের গাড়িতে কাজে যাওয়ার সময় বিস্ফোরণ, নিহত ২০

সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজ শহরের অদূরে একটি সড়কে সোমবার গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী।

সিরিয়ার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে।

সিরিয়ার সরকারের পক্ষ থেকে এই হামলাকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বলে দোষীদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বিস্ফোরণে নিহতদের মধ্যে ১৪ জনই নারী।

সংবাদ সংস্থা এসএএনএ (সানা)-র খবর অনুযায়ী, গাড়িবোমা হামলায় মারা যাওয়া নারীরা একটি খামারে কাজ করতেন। প্রতিদিনের মতো খামারের গাড়িতে করে কাজে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা অপর একটি গাড়িতে বিস্ফোরণ হয়। গাড়িবোমা হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা। এর আগে শনিবার মানবিজ শহরে আরেকটি গাড়ি বোমা হামলায় চারজন নিহত ও নয়জন আহত হন। শহরটির জননিরাপত্তায় নিয়োজিত হোয়াইট হেলমেটসের উপপরিচালক মুনির মুস্তাফা জানান, এক মাসের মধ্যে এটি সপ্তম বোমা হামলার ঘটনা।