সীমান্তের কাছে পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৩০
আফগানিস্তানের সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে ৩০ জন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন গোলযোগপূর্ণ অঞ্চলে সামরিক বাহিনী এই অভিযান চালায়।
গতকাল মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, যেখানে উভয় দেশেই সশস্ত্র যোদ্ধারা সক্রিয়। আইন-শৃঙ্খলাহীন এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে ইসলামপন্থী জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এবং সেখানে স্বাধীন সাংবাদিক এবং মানবাধিকার গোষ্ঠীগুলোর প্রবেশাধিকার নেই, যার ফলে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা কঠিন।
সরকার উৎখাত করে কঠোর শরিয়াহ-চালিত ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র যোদ্ধারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে সশস্ত্র যোদ্ধা এবং তারা কোন কোন দলের সঙ্গে যুক্ত হতে পারে, সে সম্পর্কে আরও বিস্তারিত জানায়নি।
২০২২ সালের শেষের দিকে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল করার পর থেকে জঙ্গিরা তাদের আক্রমণ তীব্র করেছে। শুধুমাত্র সেনাবাহিনী এবং তার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
ইসলামাবাদ বলেছে, সশস্ত্র যোদ্ধারা আফগানিস্তানে প্রশিক্ষণ শিবির পরিচালনা করে এবং পাকিস্তানের অভ্যন্তরে হামলার পরিকল্পনা করে। এই অভিযোগ কাবুল অস্বীকার করেছে।