বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে না দেখে : ভারত
‘এটি গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে না দেখে।’ সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এ কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।
আজ শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
মাস্কাটে বৈঠকের সময় বাংলাদেশের পক্ষ থেকে সার্ককে কার্যকর করার ব্যাপারে উদ্যোগ গ্রহণের কথা বলা হয়। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রই অবগত আছে ঠিক কী কারণে বা কোন দেশ সার্ককে বাধাগ্রস্ত করছে।’
বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ না করে সে বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানান এস জয়শঙ্কর। রণধীর জয়সওয়াল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক না করে তোলে।’
সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল জানান, ‘বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।’
এরইমধ্যে এস জয়শঙ্করও বৈঠকের বিষয়ে অবহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে আলোচনা হয়েছে।
জয়সওয়াল জানিয়েছেন, ‘বিশেষ করে, বে অব বেঙ্গল ইনিশিয়েটিভের (বিমসটেক) ওপর আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা নদীর পানি চুক্তির নবায়নে আলোচনার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি সার্কের স্ট্যান্ডিং কমিটির সভা আয়োজন ও এ বিষয়টি ভারতকে বিবেচনার অনুরোধ করেন।’