ইন্দিরাকে ‘দাদি’ বলে কটাক্ষ, বিধানসভাতেই কংগ্রেস নেতাদের রাতযাপন
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজস্থান বিধানসভায় উত্তেজনার জেরে সহকর্মীদের বরখাস্তের প্রতিবাদে কংগ্রেস নেতারা রাতভর অবস্থান কর্মসূচি চালিয়েছেন। বরখাস্ত হওয়া ছয়জন বিধায়ক বিধানসভার ভেতরেই বিছানা পেতে রাত কাটান।
বিধায়ক ছয়জন হলেন রাজস্থান কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, বিরোধীদলীয় উপনেতা রামকেশ মীনা, আমিন কাজি, জাকির হুসেন গেসওয়াত, হাকিম আলি খান ও সঞ্জয় কুমার জাটভ।
বিজেপি মন্ত্রী অবিনাশ গেহলট সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে 'আপ কি দাদি' (আপনার দাদি) বলে উল্লেখ করার প্রতিবাদে এই বিক্ষোভ হয়।
শুক্রবার বিধানসভায় কর্মজীবী নারীদের হোস্টেল নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলাকালে মন্ত্রী গেহলট বলেন, "বরাবরের মতো ২০২৩-২৪ বাজেটেও আপনারা কর্মজীবী নারীদের হোস্টেল প্রকল্পের নাম আপনার 'দাদি' ইন্দিরা গান্ধীর নামে রেখেছেন।''
বিরোধীদলীয় নেতা টিকা রাম জুলি এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে 'অপ্রাসঙ্গিক' শব্দটি রেকর্ড থেকে মুছে ফেলার দাবি জানান। এরপর কংগ্রেস বিধায়করা স্লোগান দিতে থাকেন এবং স্পিকারের আসনের দিকে এগিয়ে যান।
তবে সংসদ বিষয়ক মন্ত্রী যোগারাম প্যাটেল জানান, 'দাদি' শব্দটিতে কোনো সংসদীয় বিধি লঙ্ঘন হয়নি।
বিধানসভায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় প্রথমে আধা ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করা হয়, পরে দুপুর ২টা পর্যন্ত, এরপর বিকেল ৪টা পর্যন্ত। অধিবেশন পুনরায় শুরু হলে সরকারপক্ষের মুখ্য হুইপ যোগেশ্বর গার্গ বিরোধী বিধায়কদের আচরণকে 'অমার্জনীয় অপরাধ' বলে অভিহিত করেন এবং গোবিন্দ সিং দোতাসরা, রামকেশ মীনা, আমিন কাজি, জাকির হুসেন, হাকিম আলি ও সঞ্জয় কুমারকে বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য বরখাস্ত করার প্রস্তাব দেন, যা গ্রহণ করা হয়।
পরে বিরোধীদলীয় নেতা জুলি অভিযোগ করেন, মন্ত্রী অবিনাশ গেহলট ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে 'অশালীন' মন্তব্য করেছেন এবং বিজেপি বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে।
সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিজেপি সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে কংগ্রেস বিধায়কদের বরখাস্ত করেছে। তিনি বলেন, 'প্রথমে বিজেপি মন্ত্রী ইন্দিরা গান্ধী সম্পর্কে অশালীন মন্তব্য করলেন, এরপর ক্ষমা না চাওয়ার প্রতিবাদ করায় আমাদের বিধায়কদের বহিষ্কার করা হলো। লোকসভা ও রাজ্যসভায় যেমন বিরোধী সাংসদদের বরখাস্ত করা হয়, ঠিক তেমনই রাজস্থান বিধানসভাতেও তা করা হলো।'
এদিকে কংগ্রেস শনিবার এই মন্তব্যের প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়েছে।