৫৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা পেন্টাগনের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী ছাঁটাইয়ের অভিযানের অংশ হিসেবে ৫ হাজার ৪০০ জন কর্মী ছাঁটাই হবে। শুক্রবার পেন্টাগন এই তথ্য জানিয়েছে। ট্রাম্পের এমন উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়ার এক দিন পর পেন্টাগন এ কথা জানাল।
ছাঁটাইয়ের তালিকায় ইউনিফর্মধারী সামরিক কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়নি। শুধুমাত্র শিক্ষানবিস কর্মীরা, যারা এক বছরের কম সময় ধরে চাকরিতে আছেন এবং এখনো সিভিল সার্ভিস সুরক্ষা পাননি, তাদের ছাঁটাই করা হবে।
আগামী সপ্তাহে এই ছাঁটাই কর্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগের ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের একটি অংশ হিসেবে এটা করা হচ্ছে। তবে কেউ কেউ ধারণা করছে, এটাই শেষ নয়।
ড্যারিন সেলনিক নামে একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পেন্টাগন নিয়োগ স্থগিত করবে এবং শেষ পর্যন্ত সাড়ে ৯ লাখ বেসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনবে পেন্টাগন।
তিনি আরো বলেছেন, ‘আমরা আশা করছি ৫ হাজার ৪শ’ শিক্ষানবিস কর্মীকে অব্যাহতি দেওয়া হতে পারে। এই ছাঁটাই টেক বিলিয়নেয়ার ইলন মাস্কের নেতৃত্বে দ্রুতগতিতে পরিচালিত সংস্কারের সর্বশেষ পদক্ষেপ। যার ফলে ২০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে এবং মার্কিন সরকার বিদেশি সাহায্য থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি বাতিল করেছে।
এ ক্ষেত্রে আইনি চ্যালেঞ্জের এখন পর্যন্ত মিশ্র ফলাফল দেখা গেছে, কারণ ফেডারেল বিচারকরা ছাঁটাই বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
শুক্রবার একজন ফেডারেল বিচারক ট্রাম্পের জন্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ২ হাজারের বেশি কর্মীকে ছুটিতে পাঠানোর পথ পরিষ্কার করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে এক্সে এক পোস্টে বলেছেন, তাদের ৯ লক্ষেরও বেশি বেসামরিক স্থায়ী কর্মী রয়েছে। ৫ শতাংশ ছাঁটাই করা হলে ৪৫ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাবে।
এদিকে পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে চলা অস্থিরতার পর গতকাল শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
যুদ্ধবিমানের চার তারকাবিশিষ্ট পাইলট ব্রাউন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। জেনারেল ব্রাউন আফ্রিকান বংশোদ্ভূত দ্বিতীয় কোনো মার্কিন নাগরিক, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে নিযুক্ত হন।