ন্যাটোতে যোগ দিতে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি

সংবাদ সম্মেলনে ভলোদিমির জেলেনস্কি। ছবি : এএফপি

সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি ভলোদিমির জেলেনস্কি। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কী ধরনের নিশ্চয়তা চান তিনি? ইউক্রেনের শান্তির জন্য যদি প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরে যেতে বলা হয়, তাহলে কি তিনি খুশি হয়ে মেনে নেবেন?

জেলেনস্কি বলেন, ‘হ্যাঁ, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা হলে আমি খুশি মনেই মেনে নেব।’

তিনি এ-ও বলেন, ‘আমি চেয়ার ছেড়ে দিতে প্রস্তুত। ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়েও আমি এটি করতে পারি।’

ইউক্রেনের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছেন জেলেনস্কি। বক্তব্যের শুরুতে ইউক্রেন ইস্যু নিয়ে ইউরোপীয় নেতাদের বৈঠকের ব্যাপারে কথা বলেন তিনি। ইউরোপীয় নেতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়া নিয়ে আলোচনা হবে বলে জানান জেলেনস্কি।

বছরের পর বছর ধরে ইউক্রেনের প্রেসিডেন্টের পদে থাকাও তার স্বপ্ন নয় বলে উল্লেখ করেন তিনি।

২০১৯ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। গত বছর তার মেয়াদ শেষ হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্বাচন করা সম্ভব হয়নি দেশটিতে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দিয়েছেন। যদিও ট্রাম্পের এ মন্তব্যের সমালোচনা করেছেন ইউরোপীয় নেতারা।