গুলি করে মার্কিন বিমান ভূপাতিত করেছে হুথি
ইয়েমেনের হোদেইদাহ প্রদেশের উপকূলে একটি আমেরিকান বিমান হুথি বিদ্রোহীরা মঙ্গলবার গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
এর আগে হুথিরা গত ১৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছিল। খবর তাসের।
ওয়াশিংটন হুথির এসএএম ক্ষেপণাস্ত্র ব্যবহারকে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইয়েমেনের সংঘর্ষের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করে।
যুক্তরাষ্ট্রের মতে, এটি হুথিদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অগ্রগতির প্রদর্শন এবং এইভাবে হুথিরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রতিটি শক্তির কাছে জোরালো বার্তা পাঠানোর চেষ্টা করছে।
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি গত সপ্তাহে বলেন, আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছি যে আমরা আমাদের অস্ত্রের জোরে এবং আমাদের বিশ্বাসের শক্তি দিয়ে শান্তি অর্জন করব এবং আমরা আপনাকে ভয় পাই না।
তিনি স্পষ্ট করে বলেন, আপনি যে অস্ত্র দিয়ে আমাদের হুমকি দিচ্ছেন, সেগুলোই আগ্রাসনের প্রথম দিন থেকেই ইয়েমেনে হামলা চালিয়ে আসছে- আমরা আর এগুলোকে ভয় পাই না।
ইয়েমেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত সত্ত্বেও ইয়েমেনের আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য হিজাম আল-আসাদ সম্প্রতি ইসরায়েলকে সতর্ক করেছে।
গাজায় আবারো আগ্রাসন শুরু করলে ইয়েমেনিদের পাণ্টা হামালার শিকার হবে ইসরায়েল। তিনি আরো বলেন, যদি শত্রুরা গাজা উপত্যকায় যুদ্ধ পুনরায় শুরু করতে চায় তাহলে আমরা একটি সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যেতে প্রস্তুত।