পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

পাকিস্তান ও আফগানিস্তানের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশদুটির নিরাপত্তা ও যাচাই-বাছাইয়ের ঝুঁকি পর্যালোচনার ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন এমন খবর দিয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, ‘এই দুই দেশের বাইরেও অনেক দেশ এই ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় পড়তে পারে। তবে সেই সব দেশের নাম জানা যায়নি। আগামী সপ্তাহের মধ্যেই এই নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে।’

প্রথম মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ সাতটি দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। পরবর্তীতে জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ২০২১ সালে এই নিষেধাজ্ঞা উঠিয়ে দেন। তিনি বলেন, ‘এটি আমাদের জাতীয় চেতনার ওপর কালো দাগ।’

এতে শরণার্থী হিসেবে ও বিশেষ অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে ছাড়পত্র পাওয়া কয়েক হাজার আফগান বিপাকে পড়তে পারেন। ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর হয়ে কাজ করার কারণে তারা তালেবানের প্রতিশোধের শঙ্কার মধ্যে আছেন।

নিরাপত্তা ঝুঁকি শনাক্তে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে যাওয়া বিদেশিদের যাচাই-বাছাই আরও কঠোর করতে গেল ২০ জানুয়ারি একটি নির্বাহী আদেশ সই করেন ট্রাম্প।

যেসব দেশের বিরুদ্ধে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার সুপারিশ করা রয়েছে, সেই তালিকায় আফগানিস্তানের নাম থাকবে বলে জানিয়েছে সূত্র। পাকিস্তানকেও এই তালিকায় রাখতে সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, হোমল্যান্ড সিকিউরিটি ও জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় কোনো সাড়া দেয়নি। 

একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে পুনর্বাসনে ও বিশেষ ভিসা প্রক্রিয়ায় যেসব আফগান ছাড়পত্র পেয়েছেন, মারাত্মক যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে যেতে হবে তাদের। বিশ্বের যে কোনো দেশের নাগরিকের চেয়ে অনেক বেশি যাচাইয়েরে মধ্যে পড়তে হবে এসব আফগানকে।

আরেকটি সূত্র জানিয়েছে, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে বিশেষ অভিবাসন ভিসাধারী আফগানদের অব্যাহতি চাচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তাদের এই দাবি হয়ত মেনে নেওয়া হবে না।’

দুই দশকের যুদ্ধ শেষে ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপর দেশটিতে ক্ষমতায় আসে তালেবান সরকার। যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য বিশেষ অভিবাসন ভিসায় প্রায় দুই লাখ আফগান নাগরিকের আবেদন অনুমোদন করা হয়েছে কিংবা মার্কিন শরণার্থী ও বিশেষ অভিবাসন ভিসা আবেদন স্থগিত হয়ে আছে।

তারা আফগানিস্তান ও ৯০টি দেশে আটকা পড়ে আছেন। তাদের মধ্যে পাকিস্তানে রয়েছেন ২০ হাজার। ২০ জানুয়ারি শরণার্থী আবেদন অনুমোদন ও তাদের ফ্লাইটের জন্য বিদেশি সহায়তা ৯০ দিনের জন্য স্থগিত করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।