নাগপুরে সহিংসতা : এখনও চলছে কারফিউ, আটক ৬৫

মহারাষ্ট্রের নাগপুরে হিন্দু-মুসলমান সহিংসতার দুদিন পরে এখনও কারফিউ জারি রয়েছে। সহিংসতার অভিযোগে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৬৫ জনকে।

অন্যদিকে যে শহরে সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস নেই, সেখানে কীভাবে এরকম একটা ঘটনা ঘটে গেল, সেটাই ভেবে পাচ্ছেন না নাগপুরের হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ।

সংবাদ সংস্থা এএনআই এবং পিটিআই জানিয়েছে যে নাগপুর শহরের দশটি থানা এলাকায় এখনও কারফিউ জারি করে রেখেছে পুলিশ।

অন্যদিকে সোমবার রাত থেকে যে সহিংসতা শুরু হয়েছিল সেখানে, তার প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন, জন-সম্পত্তি ক্ষতিসাধন রোধ আইনসহ বিভিন্ন আইনের ধারায় ওই এফআইআর দায়ের করা হয়েছে।

এফআইআরে ৫১ জনের নাম করে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন নাবালক আছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

তারা জানিয়েছে যে অভিযুক্তরা মূলত শহরের জাফর নগর, তাজবাগ, মোমিনপুরা এবং ভালাদাপুরা অঞ্চলের বাসিন্দা।

পুলিশ সূত্র উদ্ধৃত করে ভারতের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে মূল চক্রান্তকারীকে হিসেবে ফাহিম খান নামে এক স্থানীয় রাজনৈতিক নেতার উসকানিমূলক ভাষণের একটি ভিডিও পাওয়া গেছে, তার ভিত্তিতেই বুধবার দুপুরে গ্রেফতার করা হয়েছে তাকে।