অস্কারজয়ী নির্মাতাকে গ্রেপ্তার করল ইসরায়েল

অস্কারজয়ী পরিচালক হামদান বাল্লালকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাল্লালসহ মোট চারজনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি অস্কারজয়ী এই চলচ্চিত্র পরিচালকের ওপর হামলা চালিয়ে আহত করে। পরে ইসরায়েলি সেনারা তাকেই আটক করে।

দুই ইসরায়েলি এবং আরেক ফিলিস্তিনি সহ-পরিচালকের সঙ্গে মিলে ‘নো আদার ল্যান্ড’ নামের অস্কারজয়ী তথ্যচিত্রটি পরিচালনা করেছিলেন হামদান বাল্লাল।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হেব্রনের কাছে সুসিয়া গ্রামে হামলা চালায় উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা। গ্রামের বাসিন্দাদের বাড়িঘর এবং গাড়িতে পাথর ছুঁড়েন তারা। এ সময় বাল্লালসহ চার ফিলিস্তিনি আহত হন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, পাথর নিক্ষেপের ঘটনার পর তারা তিন ফিলিস্তিনি এবং একজন ইসরায়েলিকে গ্রেপ্তার করেছে। তবে বাল্লালের নাম উল্লেখ করেনি আইডিএফ।

বাল্লালের ইসরায়েলি সহকর্মী যুবাল আব্রাহামের মতে, বল্লালের ‘মাথা ও পেটে আঘাত’ লেগেছে এবং তার ‘রক্তক্ষরণ’ হচ্ছিল।

অ্যাক্টিভিস্ট এবং পর্যবেক্ষকরা জানিয়েছেন, বাল্লাল অ্যাম্বুলেন্স থেকে বের করে আটক করে ইসরায়েলি সেনাবাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্রাহাম লিখেছেন, ‘এরপর থেকে তার কোনো খোঁজ নেই।’

তথ্যচিত্রের আরেক ফিলিস্তিনি সহ-পরিচালক বাসেল আদ্রা এক্স-এ পোস্ট করেছেন, ‘সৈন্যরা তাকে অপহরণের পর থেকে এখনও নিখোঁজ।’