চীন ছাড়া সব দেশের জন্য পাল্টা শুল্ক ৩ মাস স্থগিত করলেন ট্রাম্প

চীন ছাড়া অন্য সব দেশের জন্য পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একই সঙ্গে তিনি চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি ৯০ দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত ঘোষণা করছি এবং এই সময়ের জন্য সর্বজনীন শুল্ক ১০ শতাংশে নামানো হয়েছে। এটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে।’

তিনি লিখেছেন, ‘চীন বিশ্ববাজারের প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে, তার প্রতিক্রিয়ায় আমরা এখন চীনের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করছি।’