গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (১১ এপ্রিল) জানিয়েছে, এর ফলে গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৮৮৬ জনে। খবর বার্তাসংস্থা আনাদোলুর
মন্ত্রণালয় আরও জানায়, নতুন করে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে মোট আহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৮৭৫ জন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, যেখানে উদ্ধারকর্মীদের পৌঁছানো সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযান চলার পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে গত মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল পুনরায় বিমান হামলা শুরু করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৫২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৮০০ জনের বেশি আহত হয়েছেন। এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করেছে।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলি হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অধিকন্তু, ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার সম্মুখীন হয়েছে।