গাজায় ইসরায়েলি হামলায় ২১ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় শুক্রবার অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ বার্তা সংস্থা সিনহুয়াকে এই তথ্য জানিয়েছে।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণ-পূর্বে আল-ফাখারি শহরের পূর্ব এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৯ জন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, গাজা শহর এবং খান ইউনিসের আশেপাশের অন্যান্য এলাকায় ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার ঘটনাগুলো সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

গাজা সিটিতে, শুজাইয়া এবং তুফাহ এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় ইসরায়েলি বিমানের হামলাও তীব্র হয় ও কামানের বোমাবর্ষণ করা হয়। ফলে আশপাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনি সূত্র জানায়, একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এলাকা জুড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, ২৫২তম ডিভিশনের ৪০১তম ব্রিগেডের সৈন্যরা বেশ কয়েক সপ্তাহ ধরে এই এলাকায় ‘সন্ত্রাসী সংগঠনগুলোকে’ লক্ষ্য করে অভিযান চালিয়ে আসছে।

তিনি উল্লেখ করেন, একটি ইসরায়েলি ড্রোন একটি ভবন থেকে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে জড়িত একটি ফিলিস্তিনি সেলের সদস্যদের হত্যা করেছে। ওই অভিযানের সময় কোনো ইসরায়েলি হতাহত হয়নি।

এদিকে, ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন কান টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজায় ৬ জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে এই ঘটনাকে ‘নিরাপত্তা সংক্রান্ত ঘটনা’ হিসাবে বর্ণনা করা হয়েছে।

এই ঘটনার বিষয়ে আদরাই নিশ্চিত করেছেন যে, দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষের সময় ৫২৫০তম ব্যাটালিয়নের একজন রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা পৃথক এক বিবৃতিতে বলেছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করে অতর্কিত হামলা চালিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল তার তীব্র সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। এরপর থেকে কমপক্ষে ২ হাজার ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  আর আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৩৭৫ জন ফিলিস্তিনি। যার ফলে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে। আর মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে  ১ লাখ ১৭ হাজার ৪১৬ জনে।