ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস উপলক্ষে ইউক্রেনে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সোমবার (২৮ এপ্রিল) এই যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে তিন বছরের চলমান সংঘাতের অবসানের দিকে অগ্রসর হওয়ার প্রক্রিয়া শুরু হলো।

দেশ দুটির মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন। পুতিন মূলত এক তরফা ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তবে কিয়েভ তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির উপর জোর দিয়ে আসছে।

এদিকে ক্রেমলিন বলেছে, মানবিক কারণে এই যুদ্ধবিরতি আগামী ৮ মে থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত বলবৎ থাকবে। ১৯৪৫ সালে নাৎসি জার্মানিকে পরাজিত করে মস্কো যে বিজয় অর্জন করেছিল—তা উদযাপন করতেই মূলত এই সময়টিতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। এই সময়টি রাশিয়ার সবচেয়ে বড় ছুটির দিন।

গ্রিনিচ মান অনুযায়ী ৭ মে বিকাল ৫টা থেকে শুরু হয়ে ১০ মে বিকাল ৫টা পর্যন্ত স্থায়ী হবে।

এর আগে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়—যেটিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছিল পুতিন।

মন্ত্রণালয়ের মতে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, ‘রাশিয়া যদি সত্যিকার অর্থে শান্তি চায়, তাহলে অবিলম্বে যুদ্ধবিরতি করতে হবে।’ তিনি বলেছেন, কিয়েভ ‘স্থায়ী, নির্ভরযোগ্য ও অন্তত ৩০ দিনের স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।’

মস্কোর যুদ্ধবিরতি মেনে নিতে ইউক্রেন প্রস্তুত কিনা তা স্পষ্ট না করে তিনি বলেন, ‘কেন ৮ মে’র জন্য অপেক্ষা করতে হবে? আমরা যদি যুদ্ধবিরতি চাই, তাহলে তা যেকোন তারিখ থেকে ৩০ দিনের জন্য করতে পারি—যাতে এটি বাস্তব হয় এবং তা কেবল প্রদর্শনের জন্য নয়।’