ভারত-পাকিস্তান সংঘাত সম্পর্কে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে ভারত হামলার পর থেকে এখন পর্যন্ত যা ঘটেছে, তা এখানে তুলে ধরা হল:

ভারত বলেছে, বুধবার মধ্য রাতে তারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের নয়টি আলাদা স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে, যাকে তারা 'সন্ত্রাসবাদী অবকাঠামো বলে বর্ণনা করেছে। তাদের দাবী, এসব হামলা চালানো হয়েছে 'সুনির্দিষ্ট, পরিমিত এবং উস্কানিবিহীন' পদ্ধতিতে। ভারত এও বলছে, তারা কোনও পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা করেনি।

ইসলামাবাদ জানিয়েছে, ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায় হামলা চালিয়েছে। এটিকে তারা “কাপুরুষোচিত হামলা” বলে আখ্যায়িত করেছে। তারা এও বলেছে, গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সাথে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। এই হামলার জবাব দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তান।

বুধবার রাতে চালানো এ বিমান হামলার পর দুই দেশের ডি-ফ্যাক্টো সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয়।

ভারত বলছে, ভারত ভারত-শাসিত কাশ্মীরে পাকিস্তানের পাল্টা হামলায় ১০ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন।

পাকিস্তানের দাবি, ভারতের বিমান হামলা ও সীমান্তে গোলাগুলিতে এখন পর্যন্ত তাদের ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। তবে ভারত জানিয়েছে, পাকিস্তানে বেসামরিক নাগরিকের হতাহতের কোনও তথ্য তাদের কাছে নেই।

গত মাসে ভারত-শাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর থেকে ভারত-পাকিস্তানের সম্পর্ক দ্রুত অবনতি হচ্ছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ওই সময়ে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংযোগ পাওয়া গেছে। তবে পাকিস্তান এই অভিযোগ দৃঢ়তার সাথে অস্বীকার করেছে।

ভারত ও পাকিস্তান, দুই দেশই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিয়েছে। যেমন– সীমান্ত বন্ধ ও নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত।