ভারতের ১২ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে বুধবার রাতে ভারতের হামলার পর বৃহস্পতিবার সকাল থেকেই পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে ড্রোন ভূপাতিত করার খবর আসছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পাকিস্তানের এক সামরিক মুখপাত্র বলেছেন, ভারত আবারও সীমান্ত লঙ্ঘন করেছে এবং লাহোর, গুজরানওয়ালা, চকওয়াল, অ্যাটক, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, মিয়ানওয়ালি এবং করাচিতে ড্রোন পাঠিয়েছে।

পরে পাকিস্তান সেগুলো ধ্বংস করে দেয়ার দাবি করেছে।

পাকিস্তান সেনাবাহিনী আজ বৃহস্পতিবার বলেছে, একাধিক স্থানে ১২টি ভারতীয় ড্রোন ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। অভিযান এখনো চলছে। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর আহত হয়েছেন পাকিস্তানের চার সেনাসদস্য।

পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আজ বলেন, গত রাতে ভারত একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরেকটি আগ্রাসনের কাজ করল। ভারতের এই কর্মকাণ্ডের কারণে মিয়ানোতে একজন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।