রাশিয়ায় বিমান বিধ্বস্ত: ৪৯ ক্রু-যাত্রীর সবার নিহতের শঙ্কা
রাশিয়ায় ক্রু ও যাত্রীসহ ৪৯ আরোহীকে নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে বিমানে থাকা সকল আরোহীর মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় জরুরি পরিষেবা বৃহস্পতিবার (২৪ জুলাই) জানিয়েছে দেশটির সুদূর প্রাচ্যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি যে গন্তব্যে যাওয়ার জন্য উড্ডয়ন করেছিল, তার দক্ষিণে একটি পাহাড়ের কাছে বিমানটির একটি জ্বলন্ত অংশ খুঁজে পেয়েছে তারা।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত দুর্ঘটনার একটি ছবিতে দেখা যায়, বনের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে।
জরুরি পরিষেবার নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানটিতে প্রাথমিক বিমান পরিদর্শনে দেখা গেছে যে কেউ বেঁচে নেই। সূত্রটি আরও জানিয়েছে, ওই এলাকায় আবহাওয়া খারাপ ছিল।
দূরপ্রাচ্যের পরিবহন প্রসিকিউটরের অফিস জানিয়েছে, দুর্ঘটনাস্থলটি টিন্ডা থেকে ১৫ কিলোমিটার (৯ মাইল) দক্ষিণে অবস্থিত।
একটি অনলাইন বিবৃতিতে অফিসটি জানিয়েছে, বিমানটি অবতরণের চেষ্টা করার সময় দ্বিতীয়বারের মতো চেষ্টা করেছিল। এসময় বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এর আগে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের আমুর এলাকা থেকে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়। বিমানটিতে ছয়জন ক্রুসহ ৪৯ জনের মতো যাত্রী ছিলেন। আঞ্চলিক গভর্নরের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।
স্থানীয় জরুরি সেবা বিষয়কমন্ত্রী বলেন, সাইবেরিয়াভিত্তিক আনগারা নামের একটি এয়ারলাইন বিমানটি পরিচালন করতো। এটির নাম এএন-২৪। কিন্তু আমুরের তিয়ান্দা শহরের আসার সময় এটি রাডারের পর্দা থেকে হারিয়ে যায়।
চীনের সীমান্তবর্তী অঞ্চল আমুরের গভর্নর ভাসিলি অর্লভ বলেন, বিমানটিতে ৪৩ যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। এছাড়াও ছয় ক্রু সদস্য ছিলেন আকাশযানটিতে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিমানটির খোঁজে প্রয়োজনীয় সব বাহিনী নিয়োগ করাসহ যন্ত্রপাতিও প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
জরুরি সেবা বিভাগের বরাতে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, খাবারোভস্ক-ব্লাগোভেশচেনস্ক-তিয়ান্দা রুটে একটি এএন-২৪ যাত্রীবাহিনী বিমান উড়ছিল।
কিন্তু চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগেই নিরাপত্তা তল্লাশি অতিক্রম করতে এটি ব্যর্থ হয়।